
অকৃতজ্ঞতা মানুষের মধ্যে খুব সাধারণ একটি বৈশিষ্ট্য। যদিও আল্লাহ প্রতিনিয়ত আমাদের জীবনে অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন, আমরা প্রায়ই সেগুলোর জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। কেন মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ হয়? এই প্রশ্নের উত্তর খুঁজব।
১. দুনিয়ার মায়ায় আচ্ছন্ন হওয়া:
মানুষ তার জীবনের বিলাসিতা এবং দুনিয়ার সৌন্দর্যে মগ্ন হয়ে যায়। এ কারণে আল্লাহর নিয়ামতের প্রতি উদাসীনতা আসে।
২. নিয়ামতগুলোর প্রতি উদাসীনতা:
নিয়ামতগুলোকে ছোট করে দেখা এবং এগুলোকে নিজের প্রাপ্য বলে মনে করা অকৃতজ্ঞতার অন্যতম কারণ।
৩. শয়তানের প্রভাব:
শয়তান সর্বদা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখার চেষ্টা করে এবং অকৃতজ্ঞতায় উদ্বুদ্ধ করে।
মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলো নিয়ে চিন্তা করে এবং আল্লাহর শোকর আদায় করে, তবে তার জীবন বরকতময় হবে।